Sorry, you need to enable JavaScript to visit this website.

গ্রন্থাগারিক পদের নামকরণ গ্রন্থাগার শিক্ষক করার দাবীতে প্রতীকী অনশন - ১১ মার্চ ২০১৭

মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় কর্মরত গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদের নামকরণ যথাক্রমে গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) করার দাবীতে বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) ও বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির আহবানে সারা দেশের গ্রন্থাগারিক, গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবী সংগঠনগুলো  সম্মিলিতভাবে ১১ মার্চ ২০১৭ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রিয় শহীদ মিনার, ঢাকায়  প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে।

বেলিড চেয়ারম্যান ডঃ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির সদস্য-সচিব এ এফ এম কামরুল হাসানের পরিচালনায় এ প্রতীকী অনশনে বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি,বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতি, বাংলাদেশ কলেজ গ্রন্থাগার সমিতি, বাংলাদেশ সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী জোট, বাংলাদেশ পিটিআই গ্রন্থাগার সমিতি, গ্রন্থাগার শিক্ষক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, রয়েল ইউনিভার্সিটি  অব ঢাকার গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্যবিজ্ঞান বিভাগসহ সারা দেশের বিভাগীয় ও জেলা সহকারী গ্রন্থাগারিক সমিতি গুলো অংশগ্রহণ করে।  এ কর্মসূচি থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর, ঢাকা কর্তৃক জারীকৃত ২৬ ডিসেম্বর ২০১৬ তারিখের পরিপত্র সংশোধন পূর্বক  গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিককে শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন পরিপত্র জারীর দাবী জানানো হয়।

গ্রন্থাগার পেশাজীবীদের এদাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সেয়দ আলী আকবর সহ গ্রন্থাগার পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।