গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিগ্রীধারী বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ
বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা, স্নাতক ডিগ্রী, স্নাতকোত্তর ডিগ্রী, ও পিএইচডি ডিগ্রীধারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের গ্রন্থাগার পেশাজীবীদের পক্ষ থেকে সম্মান জানানোর উদ্দেশ্যে একটি তালিকা প্রণয়ণের কাজ করছে। সম্মানিত মুক্তিযোদ্ধাকে উপরোক্ত যে কোন বিষয়ে ডিগ্রীধারী হতে হবে এবং তিনি গ্রন্থাগার পেশায় কাজ না করলেও এ তালিকার আন্তর্ভুক্ত হবেন। তবে মুক্তিযোদ্ধা সনদ এবং মাসিক সম্মানী ভাতা প্রাপ্তি’র স্বপক্ষে দালিলিক প্রমাণ থাকতে হবে।
আপনি অথবা আপনার পরিচিত কেউ (যদি মৃতও হন) উপরোক্ত বর্ণনার সাথে সম্পর্কিত হলে অনুগ্রহপূর্বক নিম্ন ঠিকানায় আগামী ১৫/০৩/২০২২ তারিখের মধ্যে তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শশাঙ্ক কুমার সিংহ
মহাসচিব, বেলিড
বাড়ি নং – ৬৭/বি, রোড – ৯/এ
ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
e-mail: sasanka.singha@bb.org.bd
Mobile: 01757933355