Sorry, you need to enable JavaScript to visit this website.

প্রয়াত বেলিড সদস্য ও অন্যান্য গ্রন্থাগার পেশাজীবীদের উদ্দেশ্যে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গত ৩১শে মার্চ, ২০২৩ রোজ শুক্রবার বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)এর উদ্যোগে বেলিড কার্যালয়ে প্রয়াত বেলিড সদস্য ও অন্যান্য গ্রন্থাগার পেশাজীবীদের স্মরণে এক স্মরণসভা, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন বেলিড চেয়ারম্যান জনাব ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী।
 
স্মরণসভায় প্রয়াত কে এম আব্দুল আউয়াল, এস.এম শামসুজ্জামন,ড.মো. নাজিম উদ্দিন, ড.মির্জা মোহা.রেজাউল ইসলাম, শামসুল ইসলাম খান, সুফিয়া আক্তার, এডিএম আলী আহমেদ, আবদুল ওয়াহাব, আলম হোসেন, সাফিনুর সাগরিকা, শহীদুন্নবী জুয়েলসহ এ যাবৎ সকল প্রয়াত গ্রন্থাগার ও তথ্যসেবা পেশাজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এই আয়োজনে প্রয়াত পরিবারের সদস্যসহ ৬০জন পেশাজীবী উপস্থিত ছিলেন।